Friday, December 5, 2025

চ্যাম্পিয়ন গুজরাটকে গুড়িয়ে ফাইনালে চেন্নাই

রাতদিন ডেস্কঃ আইপিএলে রেকর্ড সংখ্যক দশমবার ফাইনাল খেলতে মাঠে নামে চেন্নাই সুপার কিংস। প্রতিপক্ষ গুজরাট টাইটান্স। এর আগে তিন সাক্ষাতের তিনটিতেই গুজরাতের বিরুদ্ধে হেরেছিল ধোনিরা। তবে এবার সব ইকুয়েশন বদলে গুজরাটকে নিজেদের আইপিএল ইতিহাসে প্রথমবার হারের তিক্ত স্বাদ দিল চেন্নাই। প্রথম কোয়ালিফায়ারে ১৫ রানে দুরন্ত জয়ে ফাইনালে পৌঁছে গেল চারবারের চ্যাম্পিয়নরা।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট চলতি আইপিএলের শুরুটা চেন্নাইকে হারিয়েই করেছিলো। কিন্তু প্লে-অফের লড়াইতে পিছিয়ে পড়লো তারা। আগাগোড়া টুর্নামেন্টে দাপট দেখিয়েছেন হার্দিক, শুভমানরা। লীগ শীর্ষে থেকে অর্জন করেছেন শেষ চারের যোগ্যতা। কিন্তু কথায় বলে ‘ওস্তাদের মার শেষ রাতে’। সেটাই করে দেখালো চেন্নাই। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে শেষ হাসি হাসলো মহেন্দ্র সিং ধোনির সিএসকে।

পরাস্ত হওয়ায় শুক্রবার আমেদাবাদে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে হবে গুজরাট টাইটান্সকে। সেই ম্যাচে হার্দিকদের প্রতিপক্ষ হবে মুম্বাই ইন্ডিয়ান্স অথবা লখনউ সুপার জায়ান্টস।

মঙ্গলবার (২৩ মে) প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস করে ৭ উইকেটে ১৭২ রান। জবাবে ব্যাট করতে নেমে গুজরাট টাইটান্স ২০ ওভারে ১৫৭ রান তুলে অল-আউট হয়ে যায়। ১৫ রানে ম্যাচ জিতে আইপিএল ২০২৩-এর ফাইনালে জায়গা করে নেয় চেন্নাই।

এমএইচ-০৫

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর