বিশেষ প্রতিনিধিঃ অভয়নগরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মিল শ্রমিক তুহিন আলম (২৪) মৃত্যু হয়েছে। সোমবার (২২ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মাজেদ গাজীর ছেলে। তুহিন আলম দীর্ঘদিন নওয়াপাড়ার সাউথ বেঙ্গল ফার্টিলাইজার মিলে বিদ্যুৎ বিভাগে শ্রমিকের কাজ করত।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তুহিন আলম সোমবার দুপুর ১টার সময় মিলে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎ ষ্পৃষ্ট হলে সে মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে মিলের অন্যান্য শ্রমিকরা তাকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সিনথিয়া নূর চৈতি মৃত ঘোষনা করেন।
শিল্প পুলিশের যশোর সাব জোন-২ এর নওয়াপাড়ার ক্যাম্পের উপ-পরিদর্শক আবু সুফিয়ান জানান, নওয়াপাড়ার সাউথ বেঙ্গল ফার্টিলাইজার মিলে বিদ্যুৎ ষ্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আর কে-০৩







