শুক্রবার দুপুর আড়াইটার দিকে র্যাব যশোর ৬ সদস্যরা দেশি অস্ত্রসহ তাজমুল হোসেন নামে একজনকে আটক করেছেন।মণিরামপুর থানার কুয়াদা বাজারের ঢাকুরিয়া সড়কের মুরগীর দোকান থেকে তাকে আটক করা হয়।উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে দু’টি হাসুয়া এবং দু’টি কুড়াল। এছাড়া আটক তাজমুলের কাছ থেকে একটি মোবাইল ফোনসেটও উদ্ধার করা হয়।আটক তাজমুল যশোর সদর উপজেলার সিরাজ সিংগা গ্রামের মৃত আবু বক্কর গাজীর ছেলে। তাকে মণিরামপুর থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে র্যাবের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব উপরিউক্ত তথ্য জানায়।
রাতদিন নিউজঃ







