বিশেষ প্রতিনিধি: যশোরের অভয়নগর সড়ক দুর্ঘটনায় এক মটরসাইকেল চালক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাত ৯টায় নওয়াপাড়া যশোর-খুলনা মহা সড়কের বোয়ালমারী পোল নামক স্থানে এই দুর্ঘটনায় শিকার হন। নিহত মোটরসাইকেল চালক জিহাদ হোসেন জিতু (২৫) গ্গুয়াখোলা গ্ৰামের টগর শেখার ছেলে।
প্রত্যক্ষদর্শদের বরাত দিয়ে জানা যায়, খুলনাগামী একটি পিকআপ বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল কে ধাক্কা দিলে ঘটনা স্থলে জিহাদ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।
নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি হামিদ উদ্দিন আহম্মেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘাতক পিকআপ টি আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।







