যশোরের অভয়নগরে হাঁটতে বেরিয়ে এক প্রতিবন্ধী কিশোরী (১৫) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল মজিদকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে শনিবার (১৩ মে) রাতের এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে রোববার (১৪ মে) থানায় মামলা করেছেন।গ্রেফতার আব্দুল মজিদ অভয়নগর উপজেলার বুনোরামনগর গ্রামের মনির উদ্দিনের ছেলে।
মামলায় কিশোরীর মা উল্লেখ করেছেন, ওই কিশোরী তার পালিত মেয়ে। সে বুদ্ধি প্রতিবন্ধী। গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে সে বাড়ি থেকে হাঁটতে বের হয়। এ সময় আব্দুল মজিদ রাস্তা থেকে তার হাত ধরে টেনে পাশের বাঁশ বাগানের মধ্যে নিয়ে ধর্ষণ করে। রাত পৌনে আটটার দিকে সে বাড়িতে এসে ঘটনাটি জানায়। খবর পেয়ে ওই রাতেই পুলিশ উপজেলার বুনো রামনগর গ্রাম থেকে আব্দুল মজিদকে আটক করে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ বলেন, এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত আব্দুল মজিদকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পাশাপাশি রোববারই ম্যাজিস্ট্রেটের সামনে ২২ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে।
রাতদিন সংবাদ







