Friday, December 5, 2025

একাদশে তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

রাতদিন ডেস্কঃ চেমসফোর্ডে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ আর আয়ারল্যান্ড। ম্যাচে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ।

টাইগার একাদশে আজ তিন পরিবর্তন এসেছে। চোটের কারণে এ ম্যাচে নেই সাকিব আল হাসান। খেলানো হচ্ছে না পেসার শরিফুল ইসলামকেও। এ দুজনের জায়গায় দলে এসেছেন রনি তালুকদার ও মৃত্যুঞ্জয় চৌধুরী। রনির ওয়ানডে অভিষেক হচ্ছে, মৃত্যুঞ্জয়ের হয়েছে আন্তর্জাতিক অভিষেক।

একাদশে ফিরেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন তাইজুল ইসলাম।

বাংলাদেশ একাদশঃ তামিম ইকবাল (অধিনায়ক), রনি তালুকদার, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মৃত্যুঞ্জয় চৌধুরী, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমান।

এমএইচ-০৩

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর