Saturday, December 6, 2025

পাইকগাছায় যাত্রীবাহী বাস উল্টে পুকুরে, আহত ১২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি কপিলমুনিতে যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে ১২ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কপিলমুনির হাবিবনগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ও বাস মালিক সমিতির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় আহত বাসযাত্রী রফিকুল ইসলাম বলেন, খুলনা থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী বাসটি হাবিবনগর এলাকায় পৌঁছায়।

এ সময় হঠাৎ একটি যাত্রীবাহী ভ্যান বাসটির সামনে চলে আসে। ভ্যানটিকে পাশ কাটাতে গেলে চালক বাসের নিয়ন্ত্রণ হারান এবং উল্টে গিয়ে পুকুরে পড়ে। এতে ১২ জন আহত হয়েছেন।

আর কে-০৪

 

 

 

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর