পাইকগাছা (খুলনা) প্রতিনিধি কপিলমুনিতে যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ে ১২ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কপিলমুনির হাবিবনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ও বাস মালিক সমিতির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় আহত বাসযাত্রী রফিকুল ইসলাম বলেন, খুলনা থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী বাসটি হাবিবনগর এলাকায় পৌঁছায়।
এ সময় হঠাৎ একটি যাত্রীবাহী ভ্যান বাসটির সামনে চলে আসে। ভ্যানটিকে পাশ কাটাতে গেলে চালক বাসের নিয়ন্ত্রণ হারান এবং উল্টে গিয়ে পুকুরে পড়ে। এতে ১২ জন আহত হয়েছেন।
আর কে-০৪







