Saturday, May 4, 2024

রাজশাহীতে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

- Advertisement -

রাতদিন ডেস্কঃ চট্টগ্রামে সিরিজের প্রথম দুই ম্যাচে সফরকারী পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি বাংলাদেশ যুবারা। চট্টগ্রামে দুটি ওয়ানডে ম্যাচেই হেরেছে বড় ব্যবধানে। প্রথমটি ৯ উইকেটে, দ্বিতীয়টি ৭৮ রানে।

সিরিজের তৃতীয় ম্যাচটি জিতলেই ট্রফি নিয়ে যাবে পাকিস্তান যুব দল দেশে। তবে চট্টগ্রাম থেকে রাজশাহীতে যেয়েই অফুরন্ত প্রাণশক্তি ফিরে পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ২৪ ওভার হাতে রেখে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে সিরিজটি বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

১৩ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ আয়োজন করতে পেরে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম হেসেছে স্বাগতিক দলের সাফল্যে। দর্শকহীন ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে বোলিংয়ে আগুনের ফুলকি তুলেছে বোলাররা।

দুই পেস বোলার রোহানাত উদ দৌলা বর্ষন (৩/২০) এবং ইকবাল হোসেন ইমনের (৩/৩৭) তোপে মাত্র ১৫৪ রানে ইনিংস গুটিয়ে ফেলতে বাধ্য হয় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। শুরুতে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের স্কোর ছিল এক পর্যায়ে ৫৪/৫। ৬ষ্ঠ উইকেট জুটিতে ৪৩ রান যোগ করে চ্যালেঞ্জিং স্কোরের আভাস দিলেও শেষ ৫ উইকেট পড়েছে তাদের ৫৭ রানে। মীর্জা সাদ বেগ করেছেন সর্বোচ্চ ৩৫ রান।

জবাব দিতে এসে ওপেনিং পার্টনারশিপের ৫৯ রানে বড় জয়ের আবহ তৈরি হলেও ইনিংসের মাঝপথে দ্রুত ৬ উইকেট হারালে ৪ উইকেটের জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের আদিল বিন সিদ্দিক করেছেন ৩৪ বলে ৮ বাউন্ডারিতে ৩৬ রান।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ : ১৫৪/১০ (৪১.৪ ওভারে)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ১৫৫/৬ (২৬.০ ওভারে)

ফল : বাংলাদেশ ৪ উইকেটে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ : রোহানাত দৌলা বর্ষণ (বাংলাদেশ অনূর্ধ্ব-১৯)।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত