রাতদিন ডেস্কঃ পাঁচ ম্যাচের সিরিজ, কিন্তু প্রথম দুই ম্যাচে হেরেই ব্যাকফুটে চলে গেল বাংলাদেশের যুবারা। সোমবার (৮ মে) দ্বিতীয় ওয়ানডেতে ৭৮ রানের বড় জয় পেয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। ফলে আর এক ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করে ফেলবে সফরকারীরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৭১ রান করে পাকিস্তান। দুর্দান্ত এক সেঞ্চুরি করে ১২৫ বলে ১৫ চারে ১০৫ রানের ইনিংস খেলেন ওপেনার আজান আওয়াস। এছাড়া ৫১ রান করেন সাদ বেইগ। বাংলাদেশের পক্ষে ইকবাল হোসেন ইমন ৪টি, মাহফুজুর রহমান রাব্বি ৩ টি, পারভেজ রহমান জীবন ও ওয়াসি সিদ্দিকি নেন একটি করে উইকেট।
জবাব দিতে নেমে ১৯৩ রানেই গুটিয়ে যায় যুবা টাইগাররা। ইনিংসের শুরু থেকে ক্রমাগত উইকেট হারাতে থাকায় ঘুরে দাঁড়াতে পারেনি। সর্বোচ্চ ৪২ রান করেন শিহাব জেমস। থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি ৪০ রান করা আদিল বিন সিদ্দিক। পাকিস্তানের হয়ে তিন উইকেট নেন মোহাম্মদ ইসমাইল।
চট্টগ্রাম পর্ব শেষে রাজশাহীতে আগামী বৃহস্পতিবার তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
এমএইচ-০৩







