ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের মাদক বিরোধী অভিযানে বৃহস্পতিবার এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি ) পার্থ প্রতিম শীল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আবুল বাসার (২৯) নামের ওই মাদক বিক্রেতাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও একশ টাকা জরিমানা করেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাগেছে, ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শৈলকুপা উপজেলার গোবিন্দপুর গ্রামের দুলাল শেখের পুত্র আবুল বাসারকে হাতেনাতে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করেন।পরবর্তীতে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পার্থ প্রতিম শীলের কাছে হাজির করা হয়। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আবুল বাসারকে ওই সাজা প্রদান করেন।আটক বাসার এলাকায় দীর্ঘদিন মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
রাতদিন নিউজঃ