Saturday, December 6, 2025

চাঁদপুরে লঞ্চের কেবিনে মিলল গলায় ফিতা পেঁচানো তরুণীর মরদেহ

চাঁদপুরে লঞ্চের স্টাফ কেবিন থেকে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। ওই সময় নিহতের গলায় ফিতা পেঁচানো ছিলো।বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর লঞ্চঘাটে আব-এ -জমজম লঞ্চের ইঞ্জিন গিজারের কেবিন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কেবিনটি লঞ্চের গিজার মো. সুজন মোল্লা, মো. রাসেল ও মাসুম ব্যবহার করতেন।গিজার মো. সুজন মোল্লা বলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে লঞ্চটি ছেড়ে আসে। আমার কেবিনটি ৬৫০ টাকায় এক তরুণ ও ওই তরুণী ভাড়া নেয়। সকাল সাড়ে ৮টার দিকে কেবিনটি পরিষ্কার করতে গিয়ে তালাবদ্ধ অবস্থায় পাই। পরে কেবিন খুলে ওই তরুণীর মরদেহ দেখতে পাই।চাঁদপুর সদর সার্কেলের এডিশনাল এসপি স্নিগ্ধা সরকার জানান, গলায় ফিতা পেঁচিয়ে শ্বাসরোধে ওই তরুণীকে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে- তার সঙ্গে থাকা তরুণই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে ধর্ষণ করা হয়েছে কিনা তা ময়নাতদন্তের পর জানা যাবে।

অনলাইন ডেস্কঃ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর