লোহাগড়া প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়ার কালনার মধুমতি সেতুতে বেড়াতে এসে মোটরসাইকেল দূর্ঘটনায় একজন নিহত হয়েছে। এসময় আরও আহত দুইজনকে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রাকেশ গাইন (২৩) নড়াইল সদর উপজেলার বাশঁভিটা গ্রামের কার্তিক গাইনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রাকেশ গাইন ও তার দুই বন্ধু একই এলাকার প্রীতম বুধবার (২৬ এপ্রিল) বিকালে এ্যাপাসি আরটিআর মোটরসাইকেল (নড়াইল হ ১১-৪৫৩২) যোগে কালনা মধুমতি সেতুতে ঘুরতে আসে। ঘোরাঘুরি শেষে সন্ধ্যা সাড়ে ৬টা দিকে নড়াইলে ফেরার সময় রাকেশ গাইন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ডিভাইডারের সাথে ধাক্কা লাগে ও পথচারী লোহাগড়া পোদ্দারপাড়ার তমালকে চাপা দেয়।
এসময় ঘটনাস্থলেই রাকেশ গাইন মারা যায়। আহত প্রীতম ও তমালকে আগে লোহাগড়া হাসপাতালে পরে যশোর সদর হাসপাতাল ও ঢাকা পাঠানো হয়েছে।
এব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় লোহাগড়া থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। নিহত রাকেশের লাশ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেররণ করা হয়েছে।
আর কে-১২







