সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেছেন, খুলনা শিল্পকলা একাডেমির নিরাপত্তা নিশ্চিতে এক সপ্তাহের মধ্যে নিরাপত্তারক্ষী নিয়োগ দেয়া হবে। নির্মাণাধীন ভবনে থাকবে লিফ্ট ও সিসি ক্যামেরার ব্যবস্থা।বুধবার দুপুরে খুলনা শিল্পকলা একাডেমির নির্মাণাধীন ভবন পরিদর্শন শেষে সাংস্কৃতিক কর্মী ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।খলনার সাংস্কৃতিক কর্মীদের দাবির সঙ্গে একমত পোষণ করে প্রতিমন্ত্রী বলেন, শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে শিগগিরই অধিক সংখ্যক মাইক্রোফোন ও কার্যকর অগ্নিনির্বাপণ ব্যবস্থা যুক্ত করা হবে।বুধবার সকালে খুলনার ১৯৭১: গণহত্যা নির্যাতন আর্কাইভ জাদুঘর এবং গণহত্যা নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রীএর আগে, খুলনার ১৯৭১: গণহত্যা নির্যাতন আর্কাইভ জাদুঘর এবং গণহত্যা নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। পরে তিনি ১৯৭১: গণহত্যা নির্যাতন আর্কাইভ জাদুঘর ভবন নির্মাণের পাইলিং কাজের উদ্বোধন করেন ও মোনাজাতে অংশ নেন।এ সময় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনার এডিসি জিয়াউর রহমান, ১৯৭১: গণহত্যা নির্যাতন আর্কাইভ জাদুঘর ট্রাস্টের সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন, জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহা, বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, সাংবাদিক মকবুল হোসেন মিন্টু, মুক্তিযোদ্ধা আলমগীর কবীর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিনা মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্কঃ







