ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার মান্দারতলা এলাকায় আধিপত্য নিয়ে পুর্ব বিরোধের জেরে টাইলস মিস্ত্রি লুৎফর রহমান (৪০) কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
সোমবার দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি। মৃত লুৎফর রহমান ওই গ্রামের নায়েব মন্ডলের ছেলে। তিনি ঢাকার শাহবাগ এলাকায় টাইলস মিস্ত্রির কাজ করতেন।
হরিণাকুন্ডু থানার ওসি আবু আজিফ জানান, আজ সকালে লুৎফর রহমান নিজ বাড়ি থেকে জোড়াপুকুরিয়া এলাকায় আত্মীয় মিয়াজুল ইসলামের বাড়িতে যা একটা বিয়ের বিষয়ে কথা বলতে। কাজ শেষ করে বাড়ি ফেরার সময় মান্দারতলা ব্রীজ সংলগ্ন কাউসারের দোকানের সামনে পৌঁছালে ১০-১২ জন লোক তার ওপর হামলা করে দেশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাতদিন সংবাদ/আর কে-০৬







