জয়পুরহাটে নয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী দাদা জামাল উদ্দিনের (৫৫) বিরুদ্ধে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা ১১ টার পর সদর উপজেলার ভাদসা পার্বতীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানা মামলা দায়ের হয়েছে।ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানান, সদর উপজেলার ভাদসা পার্বতীপুর গ্রামের নার্সারী পড়ুয়া শিশু ছাত্রী বাড়ির পাশে সহপাঠীদের সাথে খেলা করছিল। এসময় একই গ্রামের প্রতিবেশী দাদা জামাল উদ্দিন তার বাড়িতে কেউ না থাকার সুযোগে টয়লেটে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে।এ ঘটনায় বিকালে গ্রাম পুলিশ উপস্থিতি টের পেয়ে সুকৌশলে পালিয়ে যায় অভিযুক্ত জামাল উদ্দিন।পরে পরিবারের লোকজন শিশুটিকে জিজ্ঞেস করলে শিশুটি কাঁদতে কাঁদতে ঘটনা খুলে বলেন।পরে পরিবারের লোকজন ঘটনাটি স্থানীয় চেয়ারম্যানের নিকট অভিযোগ করলে চেয়ারম্যান থানায় যাওয়ার পরামর্শ দেন।
স্থানীয় ভাদসা ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন বলেন, সোমবার দুপুরে শিশুটির পরিবার আমার কাছে অভিযোগ করেছিল। যদি ঘটনা সত্য হয় তাহলে তাদের থানায় গিয়ে অভিযোগ করার পরামর্শ দিয়েছি।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ মোহাঃ শাহ্রিয়ার খাঁন বলেন, এ ব্যাপারে মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
অনলাইন ডেস্ক







