Saturday, December 6, 2025

গোপালগঞ্জে স্ত্রীর প্রাণ নেয়ার পর ছেলেকে কুপিয়ে পালালেন বাবা

গোপালগঞ্জের মুকসুদপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ সময় আহত হন নিহতের ছেলে মিঠুন শেখ।সোমবার সকালে উপজেলার চরপ্রসন্নদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহানা বেগম উপজেলার রাঘদী ইউপির তাঁতীহাটি গ্রামের সামচু শেখের স্ত্রী।স্থানীয়রা জানায়, পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে রাঘদী ইউপির চরপ্রসন্নদী গ্রামের এফ সি স্কুল সংলগ্ন মজিবরের বাড়িতে ভাড়া থাকতেন সামচু শেখ। সোমবার সকালে পারিবারিক কলহের জেরে ছেলে মিঠুন শেখ ও মা সাহানা বেগমের কথা-কাটাকাটি হয়। এ সময় স্ত্রী ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সামচু শেখ পালিয়ে যান।পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সাহানা বেগমকে মৃত ঘোষণা করেন। মিঠুন শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।মুকসুদপুর থানার ওসি খোন্দকার আমিনুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত সামচু শেখ পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর