Saturday, December 6, 2025

সাতক্ষীরায় বিভাগীয় পর্যায়ে শিশু অধিকার পরামর্শ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় বিভাগীয় পর্যায়ে শিশু অধিকার বিষয়ক খসড়া ইউনিভার্সাল পিরিয়ড রিভিউ (ইউপিআর) ষ্টেকহোল্ডার প্রতিবেদনের উপর এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ মার্চ) সকাল ১০টায় বেসরকারী উন্নয়ন সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে উক্ত পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাদ্দাম হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বার্হি অফিসার ফাতেমা তুজ জোহরা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম,  সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, অধ্যক্ষ আশেক ই এলাহী, জেলা সমাজ সেবা অফিসের সহকারি পরিচালক রোকনুজ্জামান, ব্রেকিং দ্য সাইলেন্স এর প্রকল্প সমন্বয়কারী মেহেদী হাসান প্রমুখ। এ সময় সেখানে বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা প্রকল্প অফিসের ইনচার্জ শরিফুল ইসলাম।
পরামর্শ সভায় এ সময় শিশু অধিকার বিষয়ক খসড়া ইউনিভার্সাল পিরিয়ড রিভিউ প্রতিবেদন, আন্তর্জাতিক শিশু অধিকার সংক্রান্ত মানদন্ডের সাথে সামঞ্জস্যতা, আইন, আইনি উদ্যোগ, অন্যান্য কাঠামোগত বিষয়, শিশুর প্রতি সহিংসতা, জন্ম নিবন্ধন, ক্ষতিকর এবং ঐতিহ্যগত অভ্যাস, শিশু শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, শিশুশ্রম, জুভেনাইল জাস্টিস প্রভৃতি বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হয়।
আর কে-০৮
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর