তাছিন জামান, মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৬ মার্চ ) বিকালে উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। রাতে উপজেলা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক মো: আব্দুর রহিম সরদার স্বাক্ষরিত ছাত্রলীগের প্যাডে আগামী ১ বছরের জন্য দ্বারিয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ ফরিদুর রহমান ও আলামিন মোল্লাকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি মো:নাহিদ খান, প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো:হামিদুল ইসলাম।সম্মেলন উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো:সাজ্জাদ হোসেন।বিশেষ বক্তা ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সরদার।
দ্বারিয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো:রাহুল হুসাইন নাজমুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক
মো:খালিদ হাসানের সঞ্চালনায় সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর, দ্বারিয়াপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি নওজেশ আলী বিশ্বাস বাশী ও সাধারণ সম্পাদক মো:শিহাবুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন কানন।
সম্মেলনে জেলা, উপজেলা, ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







