Saturday, December 6, 2025

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) সকালে শহরের মুজিব চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সেসময় সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি মহিউদ্দিন, শিক্ষক নেতা মুহাম্মদ আব্দুল মমিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, অবসর গ্রহণের ৬ মাষের মধ্যে প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষখের বেতন ৬ষ্ট ও ৭ম গ্রেডে প্রদাণ, ম্যানেজিং কমিটির সদস্যরে নুন্যতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণকরা সহ কয়েক দফা দাবী তুলে ধরেন।

দাবী আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয় মানবন্ধন থেকে।

আর কে-০২

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর