নারী ধর্ষণ ও নির্যাতনবিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে’ এ শ্লোগানকে সামনে রেখে শেখহাটি নারী ধর্ষণ ও নির্যাতনবিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ অক্টোবর শনিবার সকালে শেখহাটি মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেখহাটি ক্যাম্প ইনচার্জ এস আই আলীমুজ্জামান । এ সময় তিনি নারী-শিশু ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং কার্যকর ভূমিকা রাখবে উল্লেখ করে বলেন, যেকোন সমস্যা কিংবা বিপদে বিট পুলিশিংকে অবহিত করুন।বিট পুলিশিং সমাবেশে আরও বক্তব্য রাখেন জনাব বুলবুল আহমদ চেয়ারম্যান শেখহাটি ইউনিয়ন পরিষদ,জনাব বাবর হোসেন সভাপতি শেখহাটি মাধ্যমিক বিদ্যালয় ,উজ্জ্বল গাজী সমাজসেবক বাবুল বোরহান মেম্বর শি তিথি নন্দী প্রমুখ পুলিশের অন্যান্য কমকর্তাগন,জনপ্রতিনিধি,শিক্ষাক শিক্ষার্থী ওক্ষার্থী সচেতন নাগরিকবৃন্দসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া ও জেলার অন্যান্য উপজেলা গুলোতে। নারী ধর্ষণ ও নির্যাতনবিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাতদিন নিউজঃ







