মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভ‚ষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে নয়টায় বিদ্যালয়ের প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের সাংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) হাবিবুল্লাহ হাবিবের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মনিরুল ইসলাম, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ ও উপজেলা শিক্ষা অফিসার ফারুক আহম্মেদ।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতার সার্বিক ব্যবস্থাপনায় দুইদিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানে শেষ দিনে আরো উপস্থিত ছিলেন, এম ইউ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক এনামুল হক, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগন।
আর কে-০৬







