গোলাম রসুল ওই গ্রামের ভ্যানচালক নজরুল ইসলামের ছেলে।
নজরুল ইসলাম জানান, গোলাম রসুল তার মায়ের সঙ্গে স্থানীয় বিলে মাছ ধরার সময় হাতে মাছ নিয়ে খেলছিল। এ সময় বাইন মাছটি মুখের কাছে নিয়ে নিলে তা গলার ভেতর ঢুকে যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তানভীর জাহান বলেন, অচেতন অবস্থায় বাকপ্রতিবন্ধী শিশুকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। হাসপাতালে পৌঁছার আগেই সে মারা যায়।
রাতদিন সংবাদ/আর কে-১৮







