Saturday, December 6, 2025

যশোরের বাজারে ভিভো v20 মোবাইলের যাত্রা শুরু

যশোর বাজারে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিভো ভি২০ এনেছে নিউ তনা টেলিকম। ইতোমধ্যে ফোনটি যশোর বাজারে বিক্রি শুরু হয়েছে।বৃহস্পতিবার যশোর সিটি প্লাজায় আনুষ্ঠানিক ভাবে ভি-২০ যাত্রা শুরু হয়।কেক কেটে ভি-২০ যাত্রা শুরু করেন যশোরের  ডিলার নিউ তলা টেলিকম প্রোপাইটার মোঃ কামাল হোসেন। এসময় তিনি বলেন,  ভিভো ভি২০ এর পুরুত্ব ৭ দশমিক ৩৮ মি.মি. হওয়ায় এটিই হবে বাজারের সবচেয়ে সরু ফোন। স্মার্টফোনটিতে থাকা ‘আই অটোফোকাস’ প্রযুক্তি চলমান বিষয়বস্তুকে স্বয়ংক্রিয়ভাবে ফোকাস করতে পারে। বিষয়বস্তু চলমান হলেও ফোকাসে সক্ষম এ প্রযুক্তি। ফোনটিতে ডুয়েল ভিডিও ক্যামেরা থাকায় একই সময়ে সামনে এবং পেছনের ক্যামেরায় ভিডিও করা যাবে।ভিভো ভি২০ এর ডিসপ্লেটি ৬ দশমিক  ৪৪ ইঞ্চি লম্বা। ব্যাটারির শক্তি ৪০০০ এমএএইচ, যাতে থাকবে ৩৩ ওয়াটের ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি। ফোনটির পেছনে আছে ৬৪, ৮ ও ২ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। সেলফির জন্য আছে ৪৪ মেগাপিক্সেলের ক্যামেরা। স্মার্টফোনটির র‌্যাম ৮ ও স্টোরেজ ১২৮ জিবি। ভিভো ভি২০-তে অপারেটিং সিস্টেম হিসেবে আছে ফানটাচ ওএস১১। প্রসেসরে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০ জি। ভিভো ভি২০ এর দাম ৩২ হাজার ৯৯০ টাকা। এবার থেকে আর ঢাকা কিংবা খুলনায় নয় যশোরের পাওয়া যাবে ভিভো ভি -২০।উদ্বোধনী অনুষ্ঠানে  আরো উপস্থিত ছিলেন হুয়াশিং কমার্শিয়াল বিডি লিমিটেড সেলস এক্সিকিউটিভ গাজী সুফল অনিক সরকার, ট্রেইনার ফয়সাল আহমেদ সহ  নিউ তনা টেলিকমের সকল কর্মকর্তাবৃন্দ।
রাতদিন সংবাদ

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর