Friday, December 5, 2025

শ্রীপুরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ মাগুরা জেলা আহ্বায়কের মাতার দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক সেলিম রেজা ও সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শারমিন আক্তার রোজির মাতা,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সংগঠনিক সম্পাদক মো:আশরাফুল ইসলাম লাভলু ও গয়েশপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ওহিদুল ইসলাম লিটুর বোন সেলিনা বেগমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে বড়তলা গ্রামে মরহুমের বাবা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন বিশ্বাসের বাসভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

তিনি গতকাল বৃহস্পতিবার রাত ১ টা ৪৫ মিনিটের দিকে বড়তলা গ্রামে বাবার বাড়িতে স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তার মৃত্যুতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধার সন্তান আমজাদ হোসাইন।অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন এমডি ববলু রেজা।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর