Friday, December 5, 2025

ধর্ষণ আইনে প্রথম ফাঁসির রায়ঃ টাঙ্গাইলের ধর্ষণ মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে গণধর্ষণের মামলায় ৫ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড-এ অধ্যাদেশ জারির পর এটাই প্রথম ফাঁসির রায়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমীন এ রায় দেন। এসময় প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ডও দেন তিনি।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-সাগর চন্দ্র, সুজন মনি ঋষি, রাজন, সনজিৎ এবং গোপি চন্দ্র শীল। এর মধ্যে সনজিৎ এবং গোপি চন্দ্র শীলকে ইতোমধ্যেই গ্রেফতার করা রয়েছে। তবে বাকিরা এখনও পলাতক।প্রসঙ্গত, ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান করে গেলো মঙ্গলবার অধ্যাদেশ জারি হয়। ২০০৮ সালের আইনের ৭ ধারা, ৯ ধার (উপধারা ১, ৪, ৫), ১৯, ২০ ধারাসহ কয়েকটি ধারায় সংশোধন আনা হয়েছে।  ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী, আইনের ৯/১ ধারায় ধর্ষণের জন্য সাজা ছিল যাবজ্জীবন কারাদণ্ড। এখন থেকে ধর্ষণের শাস্তি হবে হয় ফাঁসি না হলে যাবজ্জীবন কারাদণ্ড।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর