Saturday, December 6, 2025

ঝিকরগাছায় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

ঝিকরগাছায় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মাসুম বিল্লাহ রনি (২৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া গ্রামের আজিজ সরদারের ছেলে।

রনির দুলাভাই হুমায়ুন কবির বলেন, রনি নাভারন ডিগ্রি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে লেখাপড়া করতেন এবং পাশাপাশি তার দোকানের বিক্রয় প্রতিনিধি ছিলেন।

প্রত্যক্ষদর্শী ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষক আশরাফুজ্জামান বাবু বলেন, বেলা ২টার সময় নিহত রনি মোটরসাইকেলে বেনাপোলের দিকে যাওয়ার সময সামনের বাসকে অতিক্রম করতে গেলে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল চালক রনি ছিটকে কাভার্ডভ্যানের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

রাতদিন সংবাদ

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর