Friday, December 5, 2025

যশোরে স্কুলের ম্যানেজিং কমিটির বৈঠকে হামলা-মারপিট, টাকা ছিনতাই

গত ৪ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় গোয়ালদহ কল্যাণদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বৈঠক হয়। বৈঠকে শহিদুল ইসলাম (৪৭), অভিভাবক সদস্য বাবু, দাতা সদস্য স্বপন বসে কথাবার্তা বলছিলেন। আসামি (ইব্রাহীম,আরিফ হোসেন)বাদির ভাই শহিদুল ইসলামকে গালিগালাজ শুরু করেন। শহিদুল ইসলাম তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করেন।এতে ক্ষিপ্ত হয়ে বাদী মিলনের ভাই শহিদুল ইসলামকে মারপিট করে তার পকেটে থাকা নগদ ৩১ হাজার টাকা ছিনিয়ে নেন।৩১ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ তুলে কোতোয়ালি থানায় ৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।আসামিরা হচ্ছে, সদর উপজেলার গোয়ালদাহ গ্রামের মৃত মাহাতাব বিশ্বাসের ছেলে ইব্রাহীম.আনার আলী বিশ্বাসের ছেলে আরিফ হোসেন ও কল্যানদহ গ্রামের নুরুজ্জামানের ছেলে শহিদুল ইসলাম।যশোর সদর উপজেলার কল্যাণদহ গ্রামের মৃত ফজলু দেওয়ানের ছেলে মিলন হোসেন মামলায় বলেছেন,  গুরুতর আহত অবস্থায় শহিদুল ইসলামকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাতদিন নিউজ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর