Friday, December 5, 2025

কিশোরী দুই বোনকে ধর্ষণ, যেভাবে দরজা ভেঙে গ্রেফতার হয় ধর্ষক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই কিশোরী বোনকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আবু বক্কর নামের এক কেয়ারটেকারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া এলাকার একটি আবাসিক ভবনের খালি ফ্ল্যাটের দরজা ভেঙে তাকে গ্রেফতার করা হয়। আবু বক্কর ওই আবাসিক ভবনে কেয়ারটেকার হিসেবে কাজ করে। সে একটি ফ্লাটের বাহিরে তালা দিয়ে ভেতরে অবস্থান করে আত্মগোপনে ছিল। স্থানীয় লোকজনের সহযোগিতায় দীর্ঘ তিন ঘণ্টার চেষ্টায় দরজা ভেঙে তাকে গ্রেফতার করা হয়।ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এসআই আলমগীর জানায়, সিদ্ধিরগঞ্জের মৌচাকের একটি কারখানায় দুই বোন চাকরি করে। একজনের বয়স ১৩ বছর আরেক বোনের বয়স ১১ বছর।তিনি জানান, তারা দুই বোন ৫ অক্টোবর কাজে যায়নি। যার কারণে তাদের বাবা তাদেরকে বকাঝকা করে। তাই তারা বাড়ির বাইরে ঘোরাঘুরি করছিল। রাত হলেও তারা বাড়িতে না যাওয়ায় বাড়ির পাশের ভবনের কেয়ারটেকার আবু বক্কর দুই বোনের কথা শুনে রাতে তার কাছে নিয়ে যায়।পরে নাতনী বলে রাতে তার সঙ্গে ঘুমিয়ে থাকতে বলে। পরে ওই বাড়ির নিচ তলার একটি ঘরে নিয়ে সু-কৌশলে দুই বোনকে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে সোমবার এলাকাবাসী থানায় ফোন করে আমাদের অবহিত করে। এলাকাবাসীর সহযোগিতায় ওই ভবনের একটি ৬ তলার একটি ফ্লাটে অভিযান চালানো হয়। পরে দীর্ঘ তিন ঘণ্টার চেষ্টায় আটক করা হয়।এসআই আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আমরা পুরো ঘটনা জানতে পারবো।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর