Saturday, December 6, 2025

ইছালী মাধ্যমিক বিদ্যালয়ে ১৭ শিক্ষককে প্রধান শিক্ষকের ফুলেল শুভেচ্ছা

ইছালী (যশোর) প্রতিনিধিঃ যশোরের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায়  জাতীয় শিক্ষা ক্রম রূপরেখা ২০২১ বিষয় ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ রবিবার সদরের ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা মন্ডলী সম্পন্ন করেন।
নতুন শিক্ষা কার্যক্রম নিয়ে আয়োজিত এই প্রশিক্ষণে ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের ১৭ জন শিক্ষক ৬,৭,১৩,১৪ ও ১৫ই জানুয়ারি পাঁচ দিনের এই প্রশিক্ষণ সফলভাবে এবং কোন অভিযোগ ছাড়াই সম্পন্ন করেছে বলে জানিয়েছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম।
একই সাথে তিনি সোমবার সকালে বিদ্যালয়ের প্রশিক্ষন গ্রহনকারি ১৭ জন শিক্ষককে ফুল দিয়ে বরণ করে নেন।
তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন শিক্ষাকারিকুলাম কে সঠিকভাবে প্রয়োগ করে নবরুপে শিক্ষকদের ঢেলে সাজানো হয়েছে। পাঠদানে আরো মনোযোগী হতে হবে সেই লক্ষ্যে শিক্ষকদেরকে উদ্দীপনা যোগানোর জন্যই মূলত তার এই চিন্তা।
আর কে-১৬
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর