Friday, December 5, 2025

আবারো জেলার শ্রেষ্ঠ ওসি শ্রীপুর থানার জাব্বারুল ইসলাম 

তাছিন জামান, মাগুরা প্রতিনিধিঃ আবারো জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেয়েছেন মাগুরা জেলার শ্রীপুর থানার ওসি মোঃজাব্বারুল ইসলাম। রবিবার (১৫ জানুয়ারি)  দুপুরে  জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ সভার অভিন্ন মানদণ্ডে মূল্যায়নের ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে মূল্যায়িত করা হয়। জনাব মোঃজাব্বারুলের  হাতে শ্রেষ্ঠ ওসির পুরস্কার তুলে দেন পুলিশ সুপার (এসপি) মোঃমশিউদ্দৌলা রেজা,পিপিএম-সেবা (বার)।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড এ্যাপস) মোঃকলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ নাজিম উদ্দীন আল আজাদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মাদক প্রতিরোধ, মামলা রহস্য উদঘাটন, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, পৌর শহরসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলার উন্নতি অব্যাহত রাখায় মোঃ জাব্বারুল ইসলামকে  শ্রেষ্ঠ ওসির পুরস্কার দেয়া হয়।
জানা যায়, শ্রীপুর থানায় ওসি হিসেবে মোঃ জাব্বারুল ইসলাম  যোগদান করার পর থেকে  আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পথে হাঁটতে শুরু করে। চিরুনি অভিযান চালিয়ে তালিকাভুক্ত বিভিন্ন অপরাধী, মাদক ব্যবসায়ীদের পর্যায়ক্রমে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়  বৈদেশিক মুদ্রা, কয়েক লক্ষ টাকার মাদক।
এর আগের মাসেও তিনি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায়  জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন।
আর কে-০৫
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর