Saturday, December 6, 2025

যশোরের চুড়ামনকাটিতে ট্রাকের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত

সোমবার (১৬ জানুয়ারী) সকালে যশোর ঝিনাইদহ- সড়কের চুড়ামনকাটি বাজারে প্যাকেট ধাক্কায় জাহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বারোবাজার হাই ওয়ে থানার ইনচার্জ মনজুরুল করিম ও এলাকাবাসী জানিয়েছেন, সকাল ৯ টার দিকে জাহিদুল ইসলাম চুড়ামনকাটি মেইন রোডে কাঁচা বাজারে কাঁচামাল কেনাকাটা করার সময় পেছন থেকে চলন্ত ট্রাক ধাক্কা দিলে রোডের উপর পড়ে গিয়ে তিনি মারাত্মকভাবে আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০শয্যা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মাগুরায় পৌঁছালে জাহিদুল ইসলাম মারা যান। তার বাড়ি যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আহসান নগর গ্রামে।
নিহত জাহিদুল ইসলাম চৌগাছার দোগাছিয়া বাজারে একজন কাপড় ব্যবসায়ী ছিলেন।
রাতদিন সংবাদ/আর কে-০২
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর