Saturday, December 6, 2025

নতুনহাটে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরহী নিহত

যশোরের নতুনহাটে মোটরসাইকেল ও কাভার্ড ভ্যান সংঘর্ষে সাইদুল ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন । বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম সদর উপজেলা বড় মেঘলা গ্রামের নওশের আলীর ছেলে।

নাভারন হাইয়ের থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন, যশোর সদর উপজেলার নতুনহাট বাজারে রাত সাড়ে ৮টার দিকে সাইদুর রহমান নতুনহাট বাজার থেকে ঝিকরগাছা যাওয়ার পথে নতুনহাট বাজারে বেনাপোল মুখি একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সাইদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। তিনি আরও বলেন, আশেপাশের লোকজন কাভার্ড ভ্যানটিকে আটক করতে পারলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর