Friday, December 5, 2025

শ্রীপুরে মাছের সাথে শত্রুতা , তিন লাখ টাকার ক্ষতি

মাগুরার শ্রীপুরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে ৩ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।  মঙ্গলবার (২৭  ডিসেম্বর ) গভীর রাতে উপজেলার শ্রীকোল  ইউনিয়নের বড়বিলা মাঠে  সাবেক  ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আশরাফ জোয়ার্দারের পুকুরে এ ঘটনা ঘটে।
বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ৩  লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।
শ্রীকাল  ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ জোয়ার্দারের ভাই তোজাম্মেল জোয়ার্দার  বলেন, প্রায় ৪ একর জায়গার উপর পুকুর খনন করে দুই ভাই কয়েক বছর ধরে মাছ চাষ করছি। পুকুরে দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো। এরমাঝে মঙ্গলবার রাতে পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আমার প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ঘটনায় থানায় মৌখিকভাবে  অভিযোগ জানানো হয়েছে  বলে জানান তিনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) মোঃজাব্বারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মাগুরা প্রতিনিধি
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর