Saturday, December 6, 2025

নবদূত কোচিং সেন্টারের নবীণবরণ

যশোর শহরের নবদূত একাডেমিক কোচিং সেন্টারের ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার কোচিং সেন্টার মিলনায়তনে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রামের কাগজ পত্রিকার চিফ রিপোর্টার সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম. আইউব। এ সময় তিনি বলেন, বিভিন্ন শ্রেণিতে প্রতিনিয়ত কারিকুলাম পরিবর্তন হলেও সেই তুলনায় শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে না। এ কারণে নতুন পাঠ্যবই পড়ানো তাদের জন্য কঠিন হবে। ফলে, সেই ঘাটতি পূরণে বিকল্প চিন্তা করতে হবে অভিভাবকদের। তা না হলে তাদের সন্তানরা পিছিয়ে পড়বে। একইসাথে কোচিং সেন্টারকে কেবল বাণিজ্যিক চিন্তা করলে হবে না, আন্তরিকতার প্রমাণ দিতে হবে। তা না হলে একটি সময় তারা পিছিয়ে পড়বে।
পরিচালক আজমল কবির শাহীনের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন ভাতুড়িয়া কলেজের অধ্যক্ষ আরিফুজ্জামান, বারোবাজার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সেলিম রেজা, মণিরামপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, ভাতুড়িয়া কলেজের ক্রীড়া শিক্ষক বিষ্ণুপদ ঘোষ, বড় খলসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ ও অভিভাবক নাসিমা বিনতে কবির। সঞ্চালনায় ছিলেন আবিরুল ইসলাম আবির।
আলোচনা শেষে ফুল ও উপহার সামগ্রী দিয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

রাতদিন সংবাদ

 

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর