করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন তাহসান।কয়েক দিন আগে অভিনেত্রী তানজিন তিশা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সর্বশেষ একটি নাটকে তিশার সহশিল্পী হিসেবে কাজ করেন তাহসান। তিশার কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট পজিটিভ আসার পর স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে থাকতে শুরু করেন তাহসান। তাহসান বলেন—এই সপ্তাহে কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট থেকে জানতে পারি আমি করোনা আক্রান্ত। যদিও তার আগে থেকে আমার করোনার অল্প কিছু উপসর্গ দেখা দিয়েছিল। এখন আমার শরীরে জ্বর নেই। তাছাড়া মেজর কোনো সমস্যা বোধ করছি না।
অনলাইন ডেস্ক







