Saturday, December 6, 2025

গভীর রাতে মেসি ভক্তদের উল্লাসে কাপলো যশোর

ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে স্বপ্নের ফাইনাল নিশ্চিত করলো আর্জেন্টিনা। আর এ জয়ের পরপরই মেসি ভক্তদের বিজয় উল্লাসে ভেঙ্গে যায় রাতের নিরবতা। যশোর শহরের বিভিন্ন প্রান্তে পটকাবাজি ভুবুজেলা বাশিসহ মিছিল শ্লোগান উল্লাসে মুখরিত হয়ে ওঠে শহর। প্রাণ কেন্দ্র দড়াটানা চলে যায় মেসিভক্তদের দখলে। এসময় কয়েকশ’ আর্জেন্টিনা সমর্থক প্রিয় দলের জার্সি গায়ে নাচ-গান করে,  বাঁশি বাজিয়ে, আতশবাজি ফুটিয়ে, ‘মেসি-মেসি’ ও ‘আর্জেন্টিনা-আর্জেন্টিনা’ শ্লোগান দিয়ে মিছিল ও মোটরসাইকেল নিয়ে শহর  প্রদক্ষিন করে।
এরআগে ঠান্ডা ও কুয়াশা উপেক্ষা করেই যশোরের ঈদগাহ ময়দানে বড় পর্দায় প্রিয় দলের খেলা দেখতে হাজির হন হাজারো সমর্থক। বিভিন্ন বয়সের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। ম্যাচে জয় নিশ্চিতের পর তারা বেরিয়ে যায় বাধভাঙ্গা উল্লাসে। কে ছোট আর কে বড় তা ভাবার  যেন অবকাশ  ছিলোনা কারও। সবাই তখন মেসি ভক্ত।
এসময় অনেকেই আর্জেন্টিনার পতাকা ও ফুটবল তারকাদের ছবি সম্বলিত বিভিন্ন ধরনের পোশাক ও ভিন্ন সাজগোজে মেতে ওঠে।
‘গত বিশ্বকাপে যখন আর্জেন্টিনা জার্মানির সাথে হেরেছিলো তখন তারা হতাশ হয়েছিলেন । কিন্তু এরকম ভাল খেলায় এবার দারুণ আশাবাদী আর্জেন্টিনাই জিতবে এবারের বিশ্বকাপ।
রাতদিন সংবাদ
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর