Saturday, December 6, 2025

ক্রোয়েশিয়ার কাছে হেরে ব্রাজিলের কোচের দায়িত্ব ছাড়লেন তিতে

ম্যাচ শেষের ঘণ্টা দুয়েকের মধ্যে তিতে ব্রাজিল দলে নিজের অধ্যায়ের ইতি টানেন বলে খবর দিয়েছে স্কাই স্পোর্টস ও ডেইলি মেইল। স্কাই স্পোর্টস তাদের খবরে তিতের মন্তব্য দিয়েছে এভাবে, ‘যেমনটা আমি আগেই বলেছি, আমার চক্র শেষ। আমি এটা বছর দেড়েক আগেই বলেছিলাম। নিজের দেওয়া কথা রেখেছি আমি।’

তিতে এরপর সবার কাছে একটি আহ্বানও জানান, ‘এর থেকে (আমার বিদায় নিয়ে) কোনো নাটক বের করা উচিত হবে না আমাদের। আমি তো এ কথা দেড় বছর আগেই বলেছি। আমার জায়গা নেওয়ার জন্য আরও ভালো পেশাদার লোক আছেন। এখানে বিশ্লেষণ করার মতো অনেক কিছুই থাকবে। কিন্তু আমার চক্র শেষ।’

তিতে ব্রাজিলের কোচের দায়িত্ব নিয়েছিলেন ২০১৬ সালে। সেই সময় দুঙ্গার জায়গায় নেওয়া তিতে এ বছরের ফেব্রুয়ারিতে বলেছিলেন, বিশ্বকাপ শেষে ব্রাজিলের কোচের পদ থেকে সরে দাঁড়াতে চান তিনি।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর