ফিলিস্তিন, কাতার ও কুয়েতের পথ অনুসরণ করলো লিবিয়াও। এবারও ত্রিপলিও আরব লীগের পর্যায়ক্রমিক সভাপতির পদ গ্রহণ করতে অস্বীকৃতি জানালো।সম্প্রতি দখলদার ইসরায়েলের সঙ্গে কথিত সম্পর্ক স্বাভাবিককরণ চুক্তি করে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। এর পর থেকেই আরব লীগের সভাপতির পদ নিয়ে এই জটিলতা তৈরি হয়েছে।আর এই জটিলতার কারণ হলো- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ চুক্তি করায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের নিন্দা জানাতে আরব লীগের বৈঠকে একটি প্রস্তাব দিয়েছিল ফিলিস্তিন। কিন্তু সে প্রস্তাব গ্রহণ করা হয়নি।ইরান প্রেসের প্রতিবেদন বলছে, এর পর আরব লীগের পর্যায়ক্রমিক সভাপতির দায়িত্ব গ্রহণের কথা থাকলেও তা করেনি ফিলিস্তিন। প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ায় গত ২২ সেপ্টেম্বর ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ আরব লীগের সভাপতির পদ গ্রহণ করতে অস্বীকৃতি জানায়।এর পর একই ইস্যুতে কাতার ও কুয়েতও আরব দেশগুলোর এই সংগঠন আরব লীগের পর্যায়ক্রমিক সভাপতির পদ গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। আর সর্বশেষ লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকার আরব লীগের প্রস্তাবটি ফিরিয়ে দিলো।
অনলাইন ডেস্ক