Saturday, April 27, 2024

খুলনায় ২ পুলিশ হত্যা, বিস্ফোরক মামলায় ৮ আসামিই খালাস

- Advertisement -

খুলনায় দুই পুলিশ হত্যাকা-ের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় দেড় যুগ পর ৮ আসামিকেই খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন এ রায় ঘোষণা করেন।
খালাস পাওয়া আসামিরা হলেন- মিলন, শেখ শাহাদাৎ হোসেন রাজু, আসাদুজ্জামান টিপু, রফিকুল ইসলাম মিল্টন, একরাম হোসেন, কামাল, বিপ্লব ও মালিথা। এ মামলার অপর আসামি রিয়াজুল হক মাসুদ আগেই মৃত্যুবরণ করেছেন।
আদালতের পিপি অ্যাডভোকেট কে এম ইকবাল হোসেন জানান, ২০০৩ সালের ৩ মার্চ পুলিশ সদস্য শরীফুল, রমেশচন্দ্র, নিজাম উদ্দিন ও মনিরুজ্জামান নগরীর পাওয়ার হাউস মোড়ে দায়িত্ব পালন করছিলেন। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে কিছু বুঝে ওঠার আগেই চরমপন্থিরা তাদের ওপর বোমা হামলা চালায়। বোমার আঘাতে শরীফুল ও রমেশচন্দ্র নিহত হন এবং বোমার আঘাতে পুলিশ সদস্য মনিরুজ্জামানের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া রমেশচন্দ্রের শটগান চরমপন্থিরা নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় সোনাডাঙ্গা থানার এস আই আশরাফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে থানায় হত্যা ও বিস্ফোরক আইনে ২টি পৃথক মামলা দায়ের করেন। ২০০৪ সালের ৪ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এসআই অরবিন্দু বিশ্বাস আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
কয়েক বছর আগে হত্যা মামলায় সব আসামিই খালাস পেয়েছিল। বৃহস্পতিবার বিস্ফোরক মামলাতেও সব আসামি খালাস পেয়েছে।

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত