Thursday, March 28, 2024

খুলনায় ২ পুলিশ হত্যা, বিস্ফোরক মামলায় ৮ আসামিই খালাস

- Advertisement -

খুলনায় দুই পুলিশ হত্যাকা-ের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় দেড় যুগ পর ৮ আসামিকেই খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন এ রায় ঘোষণা করেন।
খালাস পাওয়া আসামিরা হলেন- মিলন, শেখ শাহাদাৎ হোসেন রাজু, আসাদুজ্জামান টিপু, রফিকুল ইসলাম মিল্টন, একরাম হোসেন, কামাল, বিপ্লব ও মালিথা। এ মামলার অপর আসামি রিয়াজুল হক মাসুদ আগেই মৃত্যুবরণ করেছেন।
আদালতের পিপি অ্যাডভোকেট কে এম ইকবাল হোসেন জানান, ২০০৩ সালের ৩ মার্চ পুলিশ সদস্য শরীফুল, রমেশচন্দ্র, নিজাম উদ্দিন ও মনিরুজ্জামান নগরীর পাওয়ার হাউস মোড়ে দায়িত্ব পালন করছিলেন। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে কিছু বুঝে ওঠার আগেই চরমপন্থিরা তাদের ওপর বোমা হামলা চালায়। বোমার আঘাতে শরীফুল ও রমেশচন্দ্র নিহত হন এবং বোমার আঘাতে পুলিশ সদস্য মনিরুজ্জামানের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া রমেশচন্দ্রের শটগান চরমপন্থিরা নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় সোনাডাঙ্গা থানার এস আই আশরাফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে থানায় হত্যা ও বিস্ফোরক আইনে ২টি পৃথক মামলা দায়ের করেন। ২০০৪ সালের ৪ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা এসআই অরবিন্দু বিশ্বাস আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
কয়েক বছর আগে হত্যা মামলায় সব আসামিই খালাস পেয়েছিল। বৃহস্পতিবার বিস্ফোরক মামলাতেও সব আসামি খালাস পেয়েছে।

- Advertisement -

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

jashore-fish

সর্বশেষ

সর্বাধিক পঠিত