Saturday, December 6, 2025

কচুয়ায় চুরি করে গাছ কাটার সময় এলাকাবাসীর ধাওয়া খেয়ে পালালো রকিনুর চক্র !

যশোর সদর উপজেলার কচুয়ার মুনসেফপুর সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাশের সংলগ্ন রাস্তার সরকারি একটি বটগাছ কেটে নেয়ার সময় রকিনুর ও মাহবুর নামের দুই গাছ চোরকে ধাওয়া দিয়েছে গ্রামবাসী। তবে তার আগেই ওই গাছের ডালপালা কেটে সাবাড় করে ফেলেছে তারা।
অভিযুক্তরা হলেন মুনসেফপুর গ্রামের সেলিম বিশ্বাসের ছেলে রকিনুর ও আব্দুল জলিলের ছেলে মাহবুর।
এঘটনায় এলাকায় বেশ উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে সর্বসাধারণের মাঝে।

সরেজমিন গেলে এলাকাবাসীর পক্ষে বিলুপ্তপ্রায় বটবৃক্ষটির রোপণকারী মুনসেফপুর গ্রামের আব্দুল কাদের বিশ্বাস বলেন, শনিবার (২৬ নভেম্বর) ভোরে বৃক্ষ’টি কাটতে শুরু করে একটি চক্র। খবর শুনে আসতে-আসতেই ডালপালা কেটে রূপদিয়া বাজারে বিল্লালের কাছে বিক্রি করে দেয়।

পরে স্থানীয়রা বারবার না কাটার অনুরোধ জানালে রকিনুর হুমকি দিয়ে গাছ কাটার চেষ্টা করতে থাকে এক পর্যায়ে স্থানীয়দের একট্টা হতে দেখে দ্রুত পালিয়ে রক্ষা পায়।

এঘটনায় অভিযুক্ত রকিনুরের কাছে জানতে চাইলে তিনি বলেন আমাদেরকে গাছটি কাটার জন্য নিয়েছে রাস্তার পাশের জমির মালিক সামছুর রহমান বিশ্বাস। আমরা তার কথা মত গাছ কাটতে গিয়েছিলাম।

তবে বিষয়টি সরাসরি অস্বীকার করেন সামছুর রহমান বিশ্বাস।

স্থানীয়দের অভিযোগ রকিনুর মূলতঃ এ ধরনের কর্মকান্ডের সাথে জড়িত। সরকার দলের নাম ভাঙিয়ে এধরণের কর্মকান্ডে লিপ্ত হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেন তারা।

রাসেল মাহমুদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর