তরুণদের হৈ-হুল্লোড় আর বাঁধভাঙা উল্লাস জানান দেয়, পৃথিবীর অন্যান্য দেশের মতোই ফুটবল বিশ্বকাপে প্রিয় দলকে সমর্থনে পিছিয়ে নেই তারা। তাইতো মধ্যরাতের পরও প্রিয় দল আর্জেন্টিনার জয়ে বাধভাঙ্গা উল্লাসে মেতে উঠে। শনিবার গভীর রাতে যশোর শহরের জেলরোডে একদল যুবক আনন্দে আত্মহারা হয়ে মিছিল বের করে। মেসি-মেসি শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।
এ সময় সমর্থকরা বলেন, ‘ আর্জেটিনা জেতাই খুবই খুশি লাগছে। সেটা বলে বুঝানো যাবে না। আর্জেন্টিনা এমন একটা দেশ, যারা শুধু চমকই দেখায়। এমন চমক দেখিয়ে এবার কাপ জিতবে আর্জেন্টিনা।
রাতদিন সংবাদ
যশোরে আর্জেন্টিনা সমর্থকদের বাঁধভাঙা উল্লাস (ভিডিও সহ)







