ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ডাচদের হুমকি দিয়ে রেখেছিলেন ইকুয়েডরের গোলকিপার এরনান গালিন্দেজ। শেষ পর্যন্ত সেই হুমকির পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি তারা। তবে নেদারল্যান্ডসকে কাঁপিয়ে দিয়ে ম্যাচটি ১–১ গোলে ড্র করেছে ইকুয়েডর। ফলে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজল আয়োজক কাতারের।
শুক্রবার (২৫ নভেম্বর) দোহার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
প্রথমার্ধে ৬ মিনিটেই কোডি গাকপোর গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলটি ফিরিয়ে দিয়ে ইকুয়েডরকে সমতায় ফেরান এনার ভ্যালেন্সিয়া। শেষ পর্যন্ত ম্যাচটি ১–১ গোলের ড্রয়ে শেষ হয়েছে।
তিন গোল নিয়ে আসরের গোলদাতাদের তালিকায় শীর্ষে থাকা এনার ভ্যালেন্সিয়াকে অবশ্য শেষদিকে মাঠ ছাড়তে হয় চোট নিয়ে।
২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে “এ” গ্রুপের শীর্ষে অবস্থান করছে নেদারল্যান্ডস। তাদের সমান ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইকুয়েডর। তৃতীয় স্থানে থাকা সেনেগালের পয়েন্ট ৩। আর ২ ম্যাচ থেকে কোনো পয়েন্ট না পাওয়া স্বাগতিক কাতার এক ম্যাচ বাকি থাকতেই ছিটকে গেছে বিশ্বকাপ থেকে।
অনলাইন ডেস্ক







