Saturday, December 6, 2025

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মঙ্গলবারের সকল পরীক্ষা স্থগিত

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য আগামীকাল মঙ্গলবারের (২৫ অক্টোবর) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সোমবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য শুধুমাত্র ২৫ অক্টোবর (মঙ্গলবার) তারিখের সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশোধিত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। তবে অন্যান্য পরীক্ষার তারিখ ও সময়সূচী অপরিবর্তিত থাকবে।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় সিত্রাং আগামীকাল মঙ্গলবার সন্ধ্যার মধ্যে যেকোনো সময় বাংলাদেশ উপকূলে আঘাত করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর