Saturday, December 6, 2025

মহেশপুরে ভারতে পাচারকালে ৩২ পিচ স্বর্ণের বারসহ একজন আটক

মোঃ হাবিব ওসামন, ঝিনাইদহ প্রতিনিধিঃ ভারতে পাচারকালে ৩২ পিচ স্বর্ণের বারসহ ইমাম হোসেন (৩০) নামের এক যুবককে আটক করেছে ৫৮ বিজিবি। শনিবার সকালে ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর সীমান্তের বড়বাড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। ইমাম হোসেন যশোরের চৌগাছা এলাকার আব্দুল খালেকের ছেলে।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল শাহীন আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে স্বর্ণের বার ভারতে পাচারের উদ্দেশ্যে এক মটর সাইকেল যাত্রী সীমান্তে আসছে। এরপর যাদবপুর সীমান্তের বড় বাড়ি এলাকায় অবস্থান নেয় বিজিবি। পরে বিদ্যালয়ের সামনে থেকে ইমাম হোসেনকে আটক করে তল্লাসী চালিয়ে ৩২ পিচ স্বর্ণের বার উদ্ধার করে।

এই বিজিবি কর্মকর্তা আরও জানান, ইমাম হোসেনের নিকট থেকে উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৩ কেজি ৭’শ ১৯ গ্রাম। যার আনুমানিক মুল্য ২ কোটি ৬৪ লাখ ৫’শ ৮৫ টাকা। সম্প্রতি সময়ে ৫৮ বিজিবি আরও কয়েকটি স্বর্ণ পাচারকারীদের বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছে। চোরাকারবারীরা যেন মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে কিছু পাচার করতে না পারে সে ব্যাপারে আমরা সতর্ক আছে বিজিবি এবং অভিযান অব্যাহত থাকবে বলে যোগ করেন এই বিজিবি কর্মকর্তা।

আর কে-১৪

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর