মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে র্যাবের অভিযানে শাহাজান আলী (৩৫) নামে এক ওয়ারেন্টভূক্ত পালাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শাহাজাহান আলী ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা গ্রামের মৃত সবের আলী মন্ডলের ছেলে।
ঝিনাইদহ র্যাব-৬ সূত্রেজানা গেছে, গত (২০ অক্টোবর-২২) তারিখ বেলা ১২ টার সময় র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, মাগুরা জেলার শ্রীপুর থানার মামলা নং-সিআর-২৭৩/২১, প্রসেস নং-৪৬৬/২২,৯৮৯/২১ এর একজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা এলাকায় অবস্থান করছে। এমন সংবাদে র্যাবের দলটি ডাকবাংলা এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী শাহাজান আলীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়।
আর কে-০৬







