মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে র্যাবের অভিযানে বদিউর রহমান পল্টু (৪২) নামে এক ওয়ারেন্টভূক্ত পালাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী ঝিনাইদহ শহরের মহিলা হোষ্টেলপাড়ার মৃত বদর উদ্দিন শেখের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, বুধবার (১৯ অক্টোবর-২২) বেলা সাড়ে ১১টার সময় ঝিনাইদহ র্যাব-৬ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার মামলা নং-৩৬(৭)১৭,এসসি-৩১১/১৮, ঝিনাইদহ থানার রিসিভ নং-১৩২২/২২, এর একজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ঝিনাইদহ শহরের বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থান করছে।
এমন সংবাদ ভিত্তিতে বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী বদিউর রহমান পল্টুকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।







