Friday, December 5, 2025

শ্রীলংকাকে পিছনে ফেলে র‍্যাংকিংয়ে এগোলো বাংলাদেশ

ওয়ানডে ফরম্যাটে গত কয়েকবছর ধরেই বেশ ধারাবাহিক বাংলাদেশ নারী ক্রিকেট দল। তার ফল হিসেবে র‍্যাংকিংয়ে আরো এক ধাপ উন্নতি হয়েছে টাইগ্রেসদের। শ্রীলংকাকে পেছনে ফেলে ওডিআই র‍্যাংকিংয়ের আটে উঠে এসেছে সালমা খাতুনের দল।
শুক্রবার নারী ক্রিকেটের বার্ষিক র‍্যাংকিং আপডেট প্রকাশ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানেই দেখা যায় ওয়ানডে ফরম্যাটে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।র‍্যাংকিংয়ের শীর্ষ তিনে কোনো পরিবর্তন হয়নি। এই তিন জায়গায় আছে যথাক্রমে অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ড। চারে উঠেছে দক্ষিণ আফ্রিকা। এক ধাপ নিচে নেমেছে নিউজিল্যান্ড।ছয় ও সাতে আগের মতোই আছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। শ্রীলংকা নয় ও আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল আছে দশে।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর