Saturday, December 6, 2025

যশোর সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ এস এম সি নির্বাচিত হয়েছেন কৃষ্ণ কুমার দে

অমল পালিত: যশোর সদরের বসুন্দিয়ায় মঙ্গলবার ১৩/০৯/২০২২ যশোর সদর উপজেলার উপজেলা নিবার্হী অফিসার অনুপ দাশ এবং উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে জানা যায় যশোর সদর উপজেলার শ্রেষ্ঠ স্কুল ম্যানেজমেন্ট কমিটির (এস এম সি) শ্রেষ্ঠত্ব উপাধি অর্জন করেন জগন্নাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সাদুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজমেন্ট কমিটির সভাপতি কৃষ্ণ কুমার দে। এ উপলক্ষে অত্র স্কুলের কমিটি, শিক্ষক-শিক্ষিকা , অভিভাবক, স্কুলের ছাত্র -ছাত্রী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শুভেচ্ছা ও উত্তর উত্তর স্কুলটির সাফল্য কামনা করেছেন। বাবু কৃষ্ণ কুমার দে বলেন এ সাফল্য শুধু আমার একার নয় এ সাফল্য অত্র স্কুল সংশ্লিষ্ট সকলের। তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন আমি আগামী দিনে স্কুলটিকে দেশের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে চাই, এক্ষেত্রে আপনারা আমাদেরকে সবোর্চ্চ সহযোগিতা করবেন ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর