ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা নিউ টাউনে বিয়ের কেনাকাটা করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় যুগলের মৃত্যু হয়েছে।শনিবার রাতের ২৬ সেপ্টম্বর) এ ঘটনার পর দেশটির পুলিশ ট্রাকচালককে খুজছে।জানা গেছে, নিহতরা হলেন- দীপায়ন মুখোপাধ্যায় ও মেধা পাল ।দুই পরিবারের সম্মতিতে আগামী বছর তাদের বিয়ে হওয়ার কথা ছিল। এজন্য প্রাণঘাতী করোনা পরিস্থিতিতে ছেলে-মেয়ের বিয়ের প্রস্তুতি সেরে রাখছিল।পুলিশ জানায়, নিহত যুগল ওই রাতে নিউ টাউনের দিক থেকে বিমানবন্দরের দিকে যাচ্ছিল। স্কুটারটি চালাচ্ছিলেন দীপায়ন। পেছনে বসেছিলেন মেধা।নারকেলবাগান মোড়ে নির্মীয়মাণ সাবওয়ের কাছে একটি ট্রাক পেছন থেকে এসে স্কুটারে ধাক্কা মারলে দুজনেই রাস্তায় ছিটকে পড়েন।আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
অনলাইন ডেস্ক